শ্রীমঙ্গলে সবুজ চা-বাগান

সিলেট সুরমা ডেস্ক : উঁচু–নিচু টিলা। কোথাও সমতল। সবখানেই সবুজের সমারোহ। চারপাশে শুধুই চা–বাগানের সবুজ গালিচা বিছানো। বছরের বেশির ভাগ সময় এই চা–বাগানগুলোয় সুনসান নীরবতা থাকে। কিন্তু ঈদের এই সময়ে সেই নীরবতা ভেঙেছে। এখন সবুজের ভেতর রঙের ছোঁয়া লেগেছে। রঙিন কাপড়ের দেশি-বিদেশি পর্যটকেরা সবুজের ভেতর রঙিন ঢেউ তুলছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন চা–বাগান ঘুরে এই চিত্র দেখা গেছে। ভানুগাছ সড়কের পাশের চা–বাগানগুলো শহরের কাছাকাছি। ফলে এখানেই সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটছে। যশোর থেকে বেড়াতে এসেছেন ফারজানা হক।  বলেন, ‘এর আগে কখনো আমি চা–বাগানে আসিনি। শ্রীমঙ্গলে এসে মনটা পুরাই … Continue reading শ্রীমঙ্গলে সবুজ চা-বাগান